Md. Harun Or Rashid
Secretary General
In third-world countries like Bangladesh, the number of disenfranchised people is innumerable. In addition to the “National Human Rights Commission”, our ‘World Human Rights Vision’ is committed to standing by the people who are deprived of these rights. In the third part of the constitution, the human rights of Bangladesh have been included as a fundamental right. However, constitutional and legal experts believe that most of the country’s laws need to be reformed to reflect fundamental rights and reflect the democratic values of the twenty-first century. Proposed reforms include strengthening parliamentary supremacy, judicial independence and separation of powers, repeal of laws restricting freedom of the press, and dismantling of security agencies that violate civil liberties.
Although the constitution contains Islam as the state religion. But behaviorally we Bengali nation is secular. Freedom of religion, standing by the minorities, providing legal assistance to disenfranchised people, protection of women’s rights, etc. are some of the notable goals of our organization. More than 500 people have gone missing in the last ten years, according to Human Rights Watch. Eighty percent of all human rights abuses are against law enforcement. The government will keep a watchful eye on the “global human rights vision” so as not to suppress freedom of speech and freedom of the media through laws regulating the constitutional recognition, oppression, torture, disappearance, newspapers, TV channels and internet of the tribes of Bangladesh. Above all, I wish everyone good health and long life.
বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে অধিকার বঞ্চিত মানুষের সংখ্যা অগণিত। “জাতীয় মানবাধিকার কমিশনে”র পাশাপাশি আমাদের ‘বিশ্ব মানবাধিকার ভিশন’ এসব অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বদ্ধ পরিকর। সংবিধানের তৃতীয় অংশে বাংলাদেশের মানবাধিকারকে মৌলিক অধিকার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে, সাংবিধানিক ও আইন বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে দেশের বেশিরভাগ আইন মৌলিক অধিকার প্রয়োগ এবং একবিংশ শতাব্দীর গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিবিম্বিত করতে সংস্কার প্রয়োজন। প্রস্তাবিত সংস্কারগুলির মধ্যে সংসদীয় আধিপত্যকে শক্তিশালী করা, বিচার বিভাগীয় স্বাধীনতা, ক্ষমতা বিচ্ছিন্নকরণ, সংবাদপত্রের স্বাধীনতা রোধকারী আইন বাতিল করা এবং নাগরিক স্বাধীনতা লঙ্ঘনকারী সুরক্ষা সংস্থাগুলি ভেঙে দেওয়া অন্তর্ভুক্ত রয়েছে।
যদিও সংবিধানে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে ইসলাম রয়েছে। কিন্তু আচরণগতভাবে আমরা বাঙালি জাতি ধর্মনিরপেক্ষ। ধর্ম পালনের স্বাধীনতা, সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো, অধিকার বঞ্চিত মানুষের আইনী সহায়তা প্রদান, নারী অধিকার রক্ষা প্রভৃতি আমাদের সংস্থার কয়েকটি উল্লেখযোগ্য লক্ষ্য । হিউম্যান রাইট ওয়াচ অনুসারে গত দশ বছরে প্রায় পাঁচ শতাধিক লোক নিখোঁজ হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ৭০% অভিযোগই আইন প্রয়োগকারী সংস্থার বিরুদ্ধে। বাংলাদেশের উপজাতিদের সাংবিধানিক স্বীকৃতি,জুলুম, নির্যাতন, গুম,সংবাদপত্র, টিভি চ্যানেল এবং ইন্টারনেট নিয়ন্ত্রণকারী আইনগুলির মাধ্যমে সরকার বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা যেন দমন না করে “বিশ্ব মানবাধিকার ভিশন” সেদিকে সজাগ দৃষ্টি রাখবে । সর্বোপরি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি ।