Md. Salahuddin

Organizing Secretary

আসসালামু আলাইকুম,

প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি মানবাধিকার ও মানবতাহীন ভাবে প্রতিনিয়ত সভ্যতা বাধাগ্রস্ত হচ্ছে। তাই মানুষের মৌলিক অধিকার ও চাহিদার পাশা পাশি জাতিসংঘ ঘোষিত সার্বজনীন ঘোষণা অনুযায়ী নির্যাতিত-নিপীড়িত, অধিকারবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায়, মানবাধিকার সুরক্ষা, উন্নয়ন, বাস্তবায়ন, সংরক্ষণ ও দূর্বল জনগোষ্ঠীকে আইনি সহায়তা প্রদানের জন্যই তৈরি হয়েছে ‘বিশ্ব মানবাধিকার ভিশন’। এই প্রতিষ্ঠানটি স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও অলাভজনক মানবাধিকার বিষয়ক একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান।

এই প্রতিষ্ঠানটি মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার স্বপক্ষের একটি শক্তি। অনেক প্রতিকুলতার মধ্যদিয়ে ‘বিশ্ব মানবাধিকার ভিশন’ আমাদের প্রাণের সংগঠনটি রেজিষ্ট্রেশন পেয়েছে। অধিকারবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক টিম গঠনের মাধ্যমে বিনামূল্যে কাজ করবে অত্র সংস্থাটি। অত্র প্রতিষ্ঠানের জাতীয় স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দরা স্ব-স্ব গুণে গুণান্বিত। তাই অত্র সংস্থার প্রতিটি ব্যক্তিই সৎ, নিষ্ঠাবান এবং ত্যাগী মানসিকতার হওয়ায়, আমি এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসাবে গর্ববোধ করছি। আমি আশা করি অত্র প্রতিষ্ঠানের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিশ্বব্যাপী মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো।

আমার ‘বিশ্ব মানবাধিকার ভিশন’ তৈরি হওয়ার ফলে দেশের সর্বস্তরের মানবাধিকারকর্মী ও নেতৃবৃন্দের মধ্যে মানবাধিকার লঙ্ঘনের, প্রতিরোধ গড়ে তোলার নতুন উদ্যম বয়ে আনবে। এছাড়াও মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণে প্রতিটি স্তরে মানবাধিকারের নেতৃবৃন্দরা তাদের ভূমিকা যথাযথভাবে পালন করবে। সকলের সহযোগিতা পেলে ‘বিশ্ব মানবাধিকার ভিশন’ লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে নিয়ে দেশ ও দেশের বাহিরে মানবাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে সক্ষম হব। তাই আসুন সকলে ‘বিশ্ব মানবাধিকার ভিশন’ এর পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে সঠিক মানবাধিকার প্রতিষ্ঠায় নিজেকে আত্মনিয়োগ করি। সর্বোপরি মানবাধিকার ভিশনের লক্ষ্য ও উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি। জয় হোক মানবতার, জয় হোক ‘বিশ্ব মানবাধিকার ভিশন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *