Our Mission & Vision
ts main goal is to establish and implement the five basic human needs as well as the rights of the oppressed, downtrodden and disenfranchised people in accordance with the Universal Declaration of Human Rights and to formulate, adopt and implement related projects. The Society shall be established and operated for the implementation of any aims and objectives of the Society in accordance with the policies of the Government / Registration Authority.
According to the name of the society, it establishes, protects and implements the rights of the oppressed and helpless people who are deprived of their rights in Bangladesh and the world – investigation, investigation, information search, implementation of human rights, development, protection, legal aid (legal aid) and assistance. To establish rule. The Society has been established to safeguard the interests of a wider population, such as drug-free society, self-employment of unemployed youth, education of disadvantaged people, reception of meritorious, health, sanitation, and other basic needs, including protection of civil rights.
লক্ষ্য ও উদ্দেশ্য
মানুষের পাঁচটি মৌলিক চাহিদার পাশাপাশি জাতিসংঘ ঘোষিত মানবাধিকার সার্বজনীন ঘোষণা অনুযায়ী নির্যাতিত, নিপীড়িত ও অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন করাই এর মূল লক্ষ্য এবং এ সম্পর্কিত প্রকল্প তৈরি, গ্রহণ ও বাস্তবায়ন করা । সরকারি/নিবন্ধন কর্তৃপক্ষের নীতিমালা মেনে সোসাইটির যে কোন লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অত্র সোসাইটি প্রতিষ্ঠিত ও পরিচালিত হবে।
সোসাইটির নাম অনুসারে তা বাংলাদেশ তথা বিশ্বের অধিকার বঞ্চিত নির্যাতিত-নিপীড়িত, অসহায় মানুষদের অধিকার প্রতিষ্ঠায়, সুরক্ষা ও বাস্তবায়নে – তদন্ত, অনুসন্ধান, তথ্যানুসন্ধান, মানবাধিকার বাস্তবায়ন, উন্নয়ন, সংরক্ষণ, আইনী পরামর্শ (লিগ্যাল এইড/এ্যাকশন) ও সহায়তা প্রদানের মাধ্যমে সামাজিক ভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা । আরও ব্যাপক জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় বহুবিধ কার্যক্রম যেমন- মাদকমুক্ত সমাজগঠন, বেকার যুবকদের আত্মকর্মসংস্থান, সুবিধা বঞ্চিত মানুষের শিক্ষা, গুণীজন সংবর্ধনা, স্বাস্থ্য, স্যানিটেশন, ও সমর্থন আদায় সহ অন্যান্য মৌলিক চাহিদা নিশ্চিত করা এবং নাগরিক অধিকার রক্ষায় কাজ করার উদ্দেশ্যে অত্র সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে ।